Back to Top
headerfacebook headerlinkedin headertwitter headerinstagram

Login      or     Sign Up

 
 
 

About BSCF

                                                     The Blue Sky Charitable Foundation (BSCF)

A Non-Profit Organization

General Overview

The Blue Sky Charitable Foundation is a non-profit, non-political charitable organization dedicated to providing the most reliable, complete and up to date information regarding awareness and treatment facilities to cancer patients especially for Breast cancer patients in Bangladesh and its region.
The Blue Sky charitable foundation was formed on 26th May 2016 as a charitable foundation. It was registered Under the Societies Registration Act XXI of 1860 and approved as an institution of a public character since 26 May 2016, BSCF a charity has expanded its role to provide help and inspire to those affected by breast cancer and their loved ones to make the early detection sense of awareness and complex medical and personal information’s about breast health and breast cancer. So the poorest people especially poor women in Bangladesh get support services and take the best decisions for their lives coping with breast cancer and its treatment can be difficult and the ability of all those involved to stay mentally strong and healthy is crucial. The Blue Sky Foundation (BSCF) is proud to launch awareness and early detection process of breast cancer patients and also develop the treatment system of cancer patients in Bangladesh and its region. The Blue Sky Charitable foundation is trying to make awareness on the awareness month of October ,2016 for all breast cancer patients and their beloved persons as well.

Most of women in our country believe that “I feel healthy”; “I have no time”; “It’s painful ” – these are the three common reasons cited by women aged between 50 and older for not going for a screening mammogram and there is a lack of hospitals in our country to get the treatment easily.

This is despite the fact that mammograms are the most effective way of detecting breast cancer early, which can save lives. As such, this year’s Breast Cancer Awareness Month seeks to encourage more women to go for screening with the theme and message, “There’s No Excuse Not to Screen”.
Breast cancer remains the most commonly diagnosed cancer and the top cause of cancer-related death in Bangladeshi women. On average, about 40 thousands women are diagnosed with breast cancer each year and most of them don’t get proper treatment at all.

Different Surveys have also shown that as many as three in five women between 50 and 69 years of age say they have not gone for a mammogram within the last two years, the recommended frequency of screening for this age group. 
Breast cancer is the most common cancer among women today all over the world yet many aged 50 and older are not attending mammogram screenings. 
We understand their reasons including their perceived fears or misconceptions and financial barriers.

Through this year’s campaign, we hope to dispel their fears towards screening, and encourage more women to stop making excuses and go for regular mammography once every two years. Breast cancer is a matter of life and death but early detection and prompt treatment can save lives.”

We are the Blue Sky Charitable foundation team those who are working and thinking effortlessly to reduce and eradicate the breast cancer from Bangladesh and it’s region . Please join your hands with us to help the poorest women in Bangladesh.
We wish to observe a productive breast cancer awareness month this year.

এক নজরে The Blue Sky Charitable Foundation
World Health Organization (WHO) এর তথ্য অনুযায়ী ক্যান্সার বর্তমান সময়ের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। WHO এর তথ্য অনুযায়ী ৮৪ মিলিয়ন মানুষ ২০১৬ সালের মধ্যে ক্যান্সারে আক্রন্ত হয়ে মৃত্যুবরণ করবে। এক্ষেত্রে ধনী দেশ গুলোর তুলনায় নিন্ম ও মধ্যম আয়ের দেশগুলির মানুষেরা বেশী আক্রান্ত হবে বলে ধারণা করা হয়। বাংলাদেশও এই ঝুকির ব্যতিক্রম নয়। ক্যান্সার বিভিন্ন ধরনের হতে পারে- যেমন, ব্লাড ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, Breast Cancer – আরো অনেক ধরনের ক্যান্সার। বাংলাদেশের পরিবেশ দূষণ এবং খাদ্যে ভেজাল জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। পরিবেশ দূষণের কুফল মূলত নারী ও শিশুরা ভোগ করে বেশী। বর্তমানে বাংলাদেশের নারীদের মধ্যে Breast Cancer -এ আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সারা পৃথিবীতে Breast Cancer -এর অবস্থান দ্বিতীয়। বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪০ হাজার নারী Breast Cancer -এ আক্রান্ত হচ্ছে। যারা সচেতন ও উচ্চবিত্ত পরিবারের তারা অধিকাংশই সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে চিকিৎসা নিতে যায়, কিন্তু বাংলাদেশের অধিকাংশ নারীরাই আর্থিকভাবে সাবলম্বী নয়, এমন কি শিক্ষা এবং সচেতনতার অভাবে অধিকাংশ ক্ষেত্রে গরীব নারীরা চিকিৎসকের কাছে যেতে পারে না, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে দ্বিধাবোধ করে। এছাড়াও বাংলাদেশে Breast Cancer চিকিৎসা ব্যয় বহুল এবং অপ্রতুল হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা চিকিৎসা ছাড়াই মৃত্যুর দিকে নিজেদের ঠেলে দেয়। বাংলাদেশের নারীদের Breast Cancer সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধকরণ, রোগ সনাক্তকরণ, পরামর্শ প্রদান ও চিকিৎসা সেবা প্রদানের প্রয়াসে গত ২৬শে মে, ২০১৬ সালে The Blue Sky Charitable Foundation সরকারী অনুমোদন প্রপ্তির পর থেকে দরিদ্র নারীদের মধ্যে ক্যান্সার সচেতনতা ও চিকিৎসা নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারনা ও কার্যক্রম শুরু করে। ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

The Blue Sky Charitable Foundation কর্তৃক গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ সমূহঃ 

১)    ৪ঠা আগস্ট ২০১৬ The Blue Sky Charitable Foundation(BSCF)-এর একটি সদস্যদল ঢাকা মেডিক্যাল কলেজের আউটডোরে Breast Cancer Patient  ও ডাক্তারদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেন এবং রোগী ও ডাক্তারদের বিপুল সাড়া পান। বাংলাদেশের Breast Cancer Patient -রা একটুখানি আশার আলো দেখতে পেয়ে উক্ত টিমকে চোখের জলে সম্বর্ধনা দেন। ঢাকা মেডিক্যাল কলেজের ডাক্তারদের কাছে অভূতপূর্ব সহযোগীতার আশ্বাস পান এবং তারা অনেকেই এই ধরনের সেবামূলক কর্মকান্ডে BSCF এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রফেসর ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক এই ধরনের সেবা মূলক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন এবং নিজে স্ব-প্রনোদিত হয়ে Breast Cancer Patient-দের জন্য বক্তব্য প্রদান করেন। ডঃ মাজহার রাসেল, ডঃ শুভ্র এবং ডঃ কাজী শান্তনু সায়হাম সহ আরো অনেকে সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস  প্রদান করেন। Dr. Prof Golam Mohiuddin, Chief of Radio Therapy of Dhaka Medical College Hospital,  বাংলাদেশে Breast ক্যান্সার সচেতনতা ও চিকিৎসা বিষয়ে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন ৫ই আগস্ট ২০১৬। সেটি ফাউন্ডেশনের ওয়েব সাইটে অর্ন্তভূক্ত থাকবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে রুবানা কাফি ঝর্ণা, আসমা সিদ্দিকা মিলি, নুর উদ্দিন পাটোয়ারী, ডঃ রেজিনা খাতুন, ডঃ শান্তনু সায়হাম অর্নব, নাহিদা আক্তার উপস্থিত ছিলেন। এসময় তারা রোগীদের সাথে মত বিনিময় এবং Breast Cancer সচেতনতায় বক্তব্য প্রদান করেন। 

২)     The Blue Sky Charitable Foundation (BSCF) এবং Doctor’s Care General Hospital এর যৌথ উদ্যোগে ৫ই আগস্ট শুক্রবার ব্রাম্মনবাড়িয়া শহরের Doctor’s Care General Hospital এ একটি হেল্থ ক্যাম্প গঠন করা হয় এবং সেই সাথে হাসপাতালের ডাক্তার, রোগী, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাঝে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় Doctor’s Care General Hospital এর প্রতিষ্ঠাতা ডাঃ. রহিমা খাতুন শেফালী এ বিষয়ে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং Breast Cancer সচেতনতা ও চিকিৎসায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ডাঃ কাজী মাজাহারুল ইসলাম রাসেলও এই মহতী উদ্যোগে সেবা প্রদানে একাত্মতা প্রকাশ করেন। ফাউন্ডেশনের পক্ষে ডাঃ রেজিনা খাতুন, রুবানা কাফী ঝর্ণা এবং মোঃ রাশেদুল মুরাদ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ২০ জন দুস্থ্য Breast Cancer রোগীকে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। যা উক্ত এলাকায় Breast Cancer Patient দের মধ্যে এই ধরনের উদ্যোগ বাংলাদেশে এই প্রথম হিসেবে বিপুল আশার সঞ্চার করে।

পরবর্তী কর্মসূচী (Upcoming Programs): 
০১।    বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে অধিকাংশ মহিলা শ্রমিকরা কর্মরত। উক্ত মহিলা শ্রমিকদের মধ্যে ক্যান্সার সচেতনতা এবং চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আশিকুর রহমান তুহিন-স্বত্ত্বাধিকারী Tex Weave Net এর আয়োজনে আগামী ১০-ই অক্টোবর, ২০১৬ বিশ্ব Breast Cancer দিবসে একটি র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হবে। সেখানে জার্মান এবং অষ্ট্রেলিয়ান প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
০২।     ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক মত বিনিময় সভার আয়োজন করার জন্য হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।
০৩।    ডিসেম্বর ২০১৬ ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য বাংলাদেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ কামরুজ্জামানের তত্ত্বাবধানে ঢাকাস্থ অফিসার্স ক্লাব মিলনায়তনে একটি ইন্টারন্যাশনাল সেমিনার-এর আয়োজন করা হবে। উক্ত সেমিনারে সিঙ্গাপুর সহ পৃথিবীর অন্যান্য দেশের Cancer Specialist রা উপস্থিত থাকবে।
০৪।    সিঙ্গাপুরস্থ Farrer Park Medical Team আয়োজিত সেমিনারে The Blue Sky Charitable Foundation (BSCF) I Farrer Park Medical Team যৌথভাবে অংশ নেবে যেটি বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়।

একটি মহান উদ্দেশ্য নিয়ে এই সেবা মূলক অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠানটি বাংলাদেশে আত্মপ্রকাশ করে বাংলাদেশের দুস্থ্য মানুষের পাশে দাড়ানোর জন্য বিশেষ করে বাংলাদেশের Breast Cancer -এ আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ সহ সাহস প্রদান এবং পরিবারের পাশে দাড়ানোর অঙ্গীকার নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সৈয়দ ইমাম ওয়ালিউল মাওলা, যিনি একজন অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা, নির্বাহী প্ররিচালক মিস বিজেত্রী তাসনুভা প্রনমি যিনি সিঙ্গাপুরে, SIM University -তে Economics Under Graduation  এ অধ্যয়নরত। কোষাধ্যাক্ষ জনাব আতিকুর রহমান এফসিএ, যিনি বাংলাদেশের স্বনামধন্য চার্টাট একাউন্টেন্ট। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন জনাব খালিদ মাহমুদ, জনাব রাশেদুল মুরাদ, নাহিদা আক্তার নাহিদ, নুর উদ্দিন পাটোয়ারী, সাবরিনা আফরিন, কাজী আলমগীর এবং মনোয়ারুল হাসান। যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সেবা মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন এবং এই প্রতিষ্ঠানের ভবিষ্যতের সেবামূলক কর্মকান্ড পরিচালনায় বদ্ধপরিকর।

The Blue Sky Charitable Foundation(BSCF)-কে আরো গতিশীল করার প্রয়াসে নির্বাহী কমিটির প্রথম সভায় একটি কার্যকরী উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটির প্রধান হিসেবে জনাব আয়েশা সিদ্দিকা শেলী, আসমা সিদ্দিকা মিলি, ডাঃ রেজিনা খাতুন, ডাঃ শান্তনু সায়হাম অর্নব, জনাব আশিকুর রহমান তুহিন, রুবানা কাফি ঝর্ণা, শিরীন আকবর এবং প্রফেসর ডাঃ কামরুজ্জামান চৌধুরীকে অন্তর্ভূক্ত করা হয়। The Blue Sky Charitable Foundation(BSCF) এর Website: http://www.theblueskycharity.org , Facebook page: www.facebook.com/TheBlueSkyCharitableFoundation , Instagram: https://www.instagram.com/theblueskycharitablefoundation/ , Twitter: https://twitter.com/BSCFcharity  পরিদর্শন করার জন্য সমাজের সকল শ্রেনীর মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং নির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটিকে প্রতিষ্ঠানটিকে সেবামূলক কর্মকান্ড ত্বরান্বিত করার জন্য মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগীতা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
The Blue Sky Charitable Foundation (BSCF): 
Address: 
Hasan Court (1St Floor) 
23/1, Motijhil
Dhaka-1000
Phone No: +88 02 9553407, +88 02 9564972,
Fax: +88 02 7124940,
Email: blueskycharity@gmail.com- এ  আপনারা যোগাযোগ করতে পারেন। 
এছাড়া ফাউন্ডেশনের AC NO:- STD-0021330451639 SIBL Bank (Social Islami Bank Limited) এ যদি কোন সহৃদয় ব্যাক্তি Donate করতে চান করতে পারেন। উক্ত Donation এর অর্থ বাংলাদেশের Breast Cancer Patient দের চিকিৎসা সেবা ও সচেতনতামূলক কর্মকান্ডে ব্যয় করা হবে।

Foundation এর পক্ষ থেকে বাংলাদেশী নারীদের Breast Cancer এর বিরুদ্ধে সাহস ও চিকিৎসা প্রদানে সহযোগীতার জন্য Television, Radio, Newspaper কে প্রচারের আহ্বাণ জানানো যাচ্ছে।

সারাদেশ ব্যাপী সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে Foundation সকলের সাথে মিলে এক সাথে কাজ করতে চায় এবং একটি আন্তর্জতিক মানের Cancer Hospital প্রতিষ্ঠার জন্য সমাজের বিত্তবান শ্রেণী, বিভিন্ন প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যল কোম্পানী, গার্মেন্টস কোম্পানী এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগিতা প্রত্যাশা করে এই প্রতিষ্ঠান। এছাড়াও WHO, International Atomic Energy Agency এবং অন্যান্য International Bodies –এর সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠান উক্ত লক্ষ্যে পৌছানোর জন্য সকল সদস্য কাজ করে যাচ্ছে। 

Foundation মনে করে Breast Cancer শুধু একটি রোগই নয়, এটি একটি সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যা নিরসনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ‘Together we can do so much’- Hellen Keller -এর এই উক্তিকে ধারন করে Foundation- বিশ্বমানবতার কাজে একসঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সহযোগিতাই পারে একটি মানুষের জীবন বদলে দিতে। আসুন আমরা সবাই বাংলার দুঃখী Breast Cancer এ আক্রান্ত নারীদের পাশে দাড়াই – সেই সঙ্গে একটি অলাভজনক, অরাজনৈতিক, সেবামূলক প্রতিষ্ঠান The Blue Sky Charitable Foundation(BSCF) এর মহতী উদ্যোগে অংশ নেওয়ার জন্য সবাইকে স্বাগত জানাই এবং সহযোগিতার হাত সম্প্রসারিত করি। 
“We work for Charity, We think for Humanity” যা Foundation এর বর্তমান শ্লোগান।